নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগানে এবার আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের তান্ডব। মারধরের ঘটনাও ঘটেছে। সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘটনাটির কারনে রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। শনিবার রাতে ঘটনাটি ঘটে নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায়। ঘটনার সূত্র ও সিসিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। রযা্ ফ ঘটনাস্থলে আসে।সিসি ফুটেজ দেখে কয়েকজনকে আটক করা হয়েছে।
{link}
সূত্রের খবর, এই ঘটনায় এলাকায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গতঃ কয়েকমাস আগেই এই এলাকাতেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল এক তৃণমূল নেতাকে। এবারও তাঁর পরিবার এবং তাঁর সঙ্গীদের উপরই আক্রমণের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
{ads}