header banner

৬০ কোটি টাকা ক্ষতির সম্ভাবনা, হাটের দিনেই নবান্ন অভিযান কেন? প্রশ্ন মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বেছে বেছে মঙ্গলাহাটের দিনেই হাওড়ায় নবান্ন অভিযান কেন? এবার প্রশ্ন উঠল মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির তরফ থেকেও। পুজোর আগে বড়সড় ক্ষতির মুখে পড়বেন বস্ত্র ব্যবসায়ীরা। প্রায় ৬০ কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। পুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। সবে জমে উঠতে শুরু করেছে মঙ্গলাহাটের বেচাকেনা। যার উপর সারা বছরের ব্যবসার জন্য নির্ভর করে থাকেন ব্যবসায়ীরা। এই অবস্থায় পুজোর আগে শেষ তিনটি হাটের প্রথম হাট পড়েছে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার। পুজোর মাসের প্রথম হাটের দিনে হাট বন্ধ থাকা মানে বাজারে একটি বিশাল বড়ো ধাক্কা সইতে হবে ব্যবসায়ীদের।

{link}
এই হাটের দিনের আগামীকাল নবান্ন অভিযানের দিন ধার্য্য হয়েছে বিজেপির তরফে। ফলে সারা বাংলা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা হাওড়ায় এসে জমায়েত হবেন। বিজেপির মূল তিনটি মিছিলের একটি মিছিল রওনা হবে হাওড়া ময়দান থেকে। ওই মিছিলের নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং। আর তা নিয়েই মঙ্গলাহাট ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এবিষয়ে হাওড়ার মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত বলেন, "বাংলার প্রধান উৎসব হচ্ছে এই দুর্গোৎসব। এই উৎসবকে সামনে রেখে বস্ত্র ব্যবসায়ীদের সকলের পরিকল্পনা থাকে যে পুজোর সময় কিছু অর্থ উপার্জনের মাধ্যমে আগামী ১২ মাসের চিন্তাভাবনা করবে। কিন্তু, আগে পরে এতো সময় থাকতে বিজেপি পুজোর সময় ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়ে দিলো। এতে আমাদের বিপুল পরিমাণ ক্ষতি হবে। এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম মঙ্গলাহাটে এখানে যে ১৮টা হাট বিল্ডিং আছে এবং পাশাপাশি ফুটপাতে যারা ব্যবসা করেন সকলেই এতে ক্ষতির মুখে পড়বেন। আনুমানিক ওই একদিনে প্রায় ৫০-৬০ কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে। নবান্ন অভিযান ঘিরে এমনিতেই পুলিশ নিরাপত্তার কারণে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেবে। তার উপর দূরদূরান্ত থেকে ওই কর্মসূচিতে মানুষ আসতে থাকবেন। এর ফলে আমাদের ব্যবসায় যে কি পরিমাণ ক্ষতি হবে তা সত্যিই চিন্তার বিষয়। আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এই নবান্ন অভিযান বিজেপি আগেও করতে পারত বা পুজোর পরেও করতে পারত। আমাদের অনুরোধ, হাটের ব্যবসায়ীদের কোনও ক্ষতি করে যেন এরকম পরিকল্পনা আগামী দিনে আর না নেওয়া হয়।"

{link}
সবমিলিয়ে বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে উত্তাপ বেড়েই চলেছে। পুজোর আগে এহেন গুরুত্বপূর্ন দিনে যদি হাট বন্ধ থাকে, তাহলে তা যে বিপুল পরিমান ক্ষতি ডেকে আনবে ব্যবসায়ীদের জন্য তা স্পষ্ট। কিন্তু সুরক্ষার কারনে হাট খুলে রাখার অনুমতি দেওয়াও সম্ভব নয় পুলিশ প্রশাসনের পক্ষেও। সাধারন মানুষের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাধারন মানুষেরই লোকসান করা আদৌ ঠিক কাজ নয় বলে মনে করছেন একটা অংশের রাজনীতিবিদেরা। যদিও এই প্রসঙ্গে বিজেপির সাফাই, রাজ্যের অরাজকতার বিরুদ্ধে আন্দোলনে একটা দিন সহযোগিতা করুন। 
{ads}

news Howrah BJP Mangalahat West Bengal সংবাদ

Last Updated :