header banner

হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত দেশপ্রান শাসমল রোডে নর্দমা থেকে উদ্ধার কাটা হাত

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার কাটা হাত উদ্ধার ঘিরে চাঞ্চল্য মধ্য হাওড়ায়। দুপুর তিনটে নাগাদ ব্যান্টরা থানার অন্তর্গত ৭১ নম্বর দেশপ্রাণ শাসমল রোডে একটি নর্দমায় কাটা হাত পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ।কাটা হাতটি উদ্ধার করে নিয়ে যায় তারা। উদ্ধার হওয়া হাতটির একটি আঙুলও নেই। হাতটিকে ফরেনসিকের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

{link}

মৃনাল দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান কিভাবে এখানে এই কাটা হাত এল তা বোঝা যাচ্ছেনা। ডান হাতের একটি আঙ্গুলও নেই। তাও দেখে মনে হচ্ছে কেটে বাদ দেওয়া হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে সব জানা যাবে। পুলিশ ও পুরকর্মীরা নর্দমার স্ল্যাব ভেঙে দেখেন নর্দমার ভিতরে দেহের অন্য কোনো অংশ রয়েছে কিনা। বন্ধ কয়েকটি দোকান খুলে তল্লাশী চালানো হয়। দীর্ঘক্ষণ পরীক্ষা ও খোঁজাখুঁজি করেও সেরকম কিছু পাওয়া যায়নি। হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল কে শবরী রাজকুমার জানান প্রাথমিক অনুমান যে হাতটি নকল। তবে তা ভালো করে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে হাতটি ফেলে যায় তা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।

{ads}

news Howrah Bantra Crime West Bengal সংবাদ

Last Updated :