header banner

বসিরহাটে সাতসকালে দুর্ঘটনা, যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম ২০

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ২০। মঙ্গলবার সকালে বসিরহাট মালঞ্চ রোডের হাসনাবাদ থানার অন্তর্গত ভেবিয়া এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে যাত্রীবোঝাই বাসটি ওভারটেক করার সময় ট্রাকের সামনে এসে পড়ায় সরাসরি সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

{link}
লরি ও বাসের সামনের অংশ বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত যাত্রীদের অনুমান বাস দ্রুত গতিতে চলছিল, সেই সময় রেষারেষি করতে গিয়েই সে উল্টোদিকে না দেখে গিয়ে ধাক্কা মারে ট্রাকের সামনে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। স্থানীয়েরা দুর্ঘটনার দৃশ্য দেখার পর দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান এবং আহতদের উদ্ধার করে টাকি গ্রামীন হাসপাতাল ও বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। দুর্ঘটনার কারনে বেশ কিছুক্ষণের জন্য  চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশে খবর দিলে হাসনাবাদ থানার পুলিশ এসে ঘাতক বাস ও লরিটিকে উদ্ধার করে নিয়ে যায়। 
{ads}

news Accident bus lorry 20 passengers injured open clash Basirhat North 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :