header banner

হাওড়া পোস্ট অফিসের সামনে মৃত্যুর ঘটনায় বর্ষাকাল পর্যন্ত ত্রিফলা বন্ধ রাখার সিদ্ধান্ত

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার স্বস্তির বৃষ্টি আসে দক্ষিণ বঙ্গে। খুশির বৃষ্টি আসার এই একই রাতে বৃষ্টি চলাকালীন বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার। দুঃখজনক ঘটনাটি ঘটেছে হাওড়া পোস্ট অফিসের গেটের সম্মুখে। বৃষ্টি থামার পর মৃতদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর মৃতের নাম মনীষা সাউ(৪২)। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

{link}
গতকাল সন্ধ্যা থেকেই আচমকাই কালবৈশাখীর প্রভাবে ঝোড়ো হাওড়ার দাপট শুরু হয়। তার কিছুক্ষন পরেই মুষল ধারাতে বৃষ্টি নামে। আর বৃষ্টি পড়ার কিছুক্ষন বাদেই ত্রিফলা বাতিস্তম্ভে  বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার বলে প্রাথমিকভাবে অনুমান। জানা গিয়েছে বছর বিয়াল্লিশের মনীষা সাউ নামের ওই মহিলা জেলাশাসকের অফিসে কাজের পরে বাড়ি ফেরার সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন পোস্ট অফিসের সামনে। বৃষ্টি থামার পরে সেখানে থাকা একটি ত্রিফলা বাতি স্তম্ভে হাত দিতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন বলে ধারনা। তড়িতাহত হতেই তিনি ছিটকে গিয়ে রাস্তায় জমে থাকা জলে পড়ে যান। ওই ভাবেই তিনি দীর্ঘক্ষণ জল জলের মধ্যেই পড়ে থাকেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। 

{link}
ঘটনার পরে সিইএসসির কর্মীরা এসে ল্যাম্প পোস্টের পরীক্ষা করে বৈদ্যুতিক ত্রুটি সংশোধন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই তীব্র আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। হাওড়ার ময়দানের এই অঞ্চলে পোস্ট অফিসের একেবারে পাশেই রয়েছে হাওড়া পুরসভা প্রধান কার্যালয়। এছাড়াও হাওড়া কোর্ট ও জেলার প্রশাসনিক কার্যালয় এই অঞ্চলে। কার্যত দিনের বেলা এই দুর্ঘটনা ঘটলে আরও বড়োসড়ো প্রাণহানির ঘটনা ঘটতো বলে জানাচ্ছেন পোস্ট অফিসের কর্মচারী ও স্থানীয় দোকানদারেরা। ঘটনার প্রসঙ্গে হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক জানান ওই পরিবারে পাশে তারা আছেন। মৃতা মহিলার মাকে বার্ধক্য ভাতা ও স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করার কথা তিনি জানান। সিইএসসি সহ সমস্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।  যদি কোথাও কোনো গাফিলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। 
{ads}

news Howrah Howrah Corporation HMC DM Office Post Office Howrah West Bengal India সংবাদ

Last Updated :