header banner

কাঁচরাপাড়া জোড়ামন্দিরে গৃহবধূর উপর অ্যাসিড হামলা স্বামী ও ভাসুরের

article banner

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ফের শ্বশুরবাড়ির নৃশংসতার শিকার গৃহবধূ। মারধর নয়, অ্যাসিড হামলা করা হল গৃহবধূর উপর। শুক্রবারের এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কাঁচরাপাড়ার জোড়া মন্দিরে গৃহবধুর ওপরে এসিড হামলা করেছিলেন ওই গৃহবধূর স্বামী ও ভাসুর। অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।  

{link}
বোন শিলা দাস চৌধুরীর উপর অ্যাসিড দিয়ে হামলা চালায় তার পরিবার, থানায় ঘটনার ভিত্তিতে অভিযোগ দারের করেন তার দিদি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজপুর থানার পুলিশ। আক্রান্ত গৃহবধূকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জে এন এম হসপিটালে। ঘটনা তদন্তের নেমেই পুলিশ গ্রেফতার করে আক্রান্তের স্বামী রমেন দাস চৌধুরী ও ভাসুর হারাধন দাস চৌধুরীকে। শনিবার অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর আদালতে। মানুষ কিভাবে এহেন পৈশাচিক সিদ্ধান্ত নিতে পারে, সেই নিয়েই প্রশ্ন উঠছে সভ্য সমাজে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। 
{ads}

news Acid attack housewife husband brother in law South 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :