header banner

দিদির সুরক্ষা কবচ প্রচারে গিয়ে বাঁকুড়ায় মহিলাদের ক্ষোভের মুখে চিত্রাভিনেত্রী সায়ন্তিকা

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন চিত্রাভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া-২ ব্লকের জুনবেদিয়ার বাগদী পাড়ার ঘটনা। এদিন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ও তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে ঐ এলাকায় যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকাদের হাতের কাছে পেয়ে ঐ এলাকার মহিলারা নিজেদের ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু গত এক বছর ধরে 'কল আছে জল নেই'। ফলে নলকূপ থেকে কিংবা অন্যের বাড়ি থেকে জলসংগ্রহ করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অভিযোগের বিষয় হাতে থাকা নোটবুকে বিষয়টি সায়ন্তিকাকে লিখে রাখতেও দেখা যায়।

{link}

পরে চিত্রাভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন, ঐ পাইপ লাইনে 'টেকনিক্যাল সমস্যা' রয়েছে। স্থায়ী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিব্র নিন্দা করেছে বিজেপি। দলের নেতা সুপ্রভাত পাত্র বলেন, 'দিদির দূত নয়, দিদির ভূত'। এরকম 'দিদির ভূত আর পেত্নিরা ঘুরে বেড়াচ্ছে। কলকাতা থেকে আসা ভূত আর পেত্নি'রা বাঁকুড়া থেকে লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই দেখার বিষয়, আদৌ সাধারন মানুষের দুর্ভোগ মেটে কি না।

{ads}

news TMC Sayantika Banerjee actress Bankura West Bengal সংবাদ

Last Updated :