header banner

খবরের জের, পৌরসভার কর্মীদের দ্বারা দুবরাজপুরে খুলে দেওয়া হল বিভ্রান্তিকর ব্যানার

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ‘লাইনে ঢুকুন দাদা’ কিংবা ‘লাইন মারতে শিখুন, ইত্যাদি একাধিক ব্যানার বিজ্ঞাপনের কারনে 'লাইন' শব্দটা ঘুরপাক খাচ্ছে সবার মনে। আসলে লাইন শব্দটা দিয়ে কী বোঝাতে চাইছে বিজ্ঞাপন সংস্থা? যেমন লাইন মারতে শিখুন, লাইনে ঢুকুন দাদা এই সব জোড়া মানেওয়ালা শব্দের ব্যানার গুলো দেখে মানুষ হতচকিত হয়ে পড়েছেন বীরভূম জেলার দুবরাজপুর শহরজুড়ে।

{link} 
এহেন ব্যানারের কারনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় সেই নিয়েই গতকাল প্রকাশিত হয় খবর। খবর প্রকাশ হওয়ার পরেই নড়েচড়ে বসে পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসন। খবরের প্রভাবে আজ এই ব্যানার গুলি পুলিসের সামনে পৌরসভার কর্মীরা খুলে দেন। এর প্রধান কারন স্থানীয় মানুষজন বিজ্ঞাপনটিকে গ্রহন করতে সক্ষম হচ্ছেন না। তাদের কাছে এটি অত্যন্ত অস্বস্তিদায়ক মনে হচ্ছে। উল্লেখ্য, এই ব্যানার গুলো কে বা কারা টাঙিয়ে গেলেন কেউ উত্তর দিতে পারছেন না। কিন্তু বেশ কয়েকদিন ধরেই রাস্তায় চোখে লাগার মতো লাল রঙের হোর্ডিং। পথ চলতি মানুষদের সহজেই চোখে পড়বে সেই সব দৃষ্টি আকর্ষণীয় করে লেখা। এমনকী কেউ কেউ এসে মোবাইলে ক্যামেরাবন্দী করছেন। তবে এরপর বিজ্ঞাপনদাতা সংস্থা কিছু পদক্ষেপ নেবে কি না তাই দেখার বিষয়। তবে স্থানীয় মানুষ ব্যানার সরিয়ে নেওয়ায় খুশি হয়েছেন তা স্পষ্ট।  
{ads}

news Advertisement Banner add Dubrajpur public protest Birbhum West Bengal India সংবাদ

Last Updated :