header banner

ফের হাওড়া স্টেশন থেকে এবার উদ্ধার প্রায় বত্রিশ লক্ষ আশি হাজার টাকা, আটক ২

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা। এবার উদ্ধার হয়েছে প্রায় বত্রিশ লক্ষ আশি হাজার টাকা। আরপিএফ এর 'সতর্ক' অভিযানে একই দিনে দু'দফায় হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা। শনিবার হাওড়া স্টেশনে আরপিএফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বিধান চন্দ্র কুমার(৪৫) নামের এক ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া যায় নগদ কুড়ি লক্ষ টাকা।এরপর আরও এক ব্যক্তিকে আটক করে আরপিএফ। তার কাছ থেকে পাওয়া যায় বারো লক্ষ আশি হাজার টাকা। দুজনেই এই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া সব টাকা তুলে দেওয়া হয়েছে কলকাতা কাস্টমস ডিপার্টমেন্টের হাতে।

{link}
উল্লেখযোগ্যভাবে হাওড়া স্টেশন থেকে সাম্প্রতিককালে উদ্ধার হওয়া টাকার ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশের কড়া নিরাপত্তার কারনেই হোক কিংবা অন্য কোন কারনেই হোক না কেন, নিয়মিতভাবে উদ্ধার হচ্ছে বিপুল পরিমানের নগদ টাকা। অধিকাংশ ক্ষেত্রেই যে টাকার হিসেব দিতে ব্যর্থ হচ্ছেন টাকার মালিকেরা। যে কারনে তা উঠে আসছে সংবাদের শিরোনামে। যা একদিকে যেমন রেল পুলিশের কাছে খুশির বটে তবে চিন্তার বিষয়ও অবশ্যই। 
{ads}

news Howrah West Bengal Howrah Station Money সংবাদ

Last Updated :