header banner

অগ্নিপথ নিয়ে বিক্ষোভ অব্যাহত দেশজুড়ে, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ পয়গম্বর বিক্ষোভের পরেই নতুন করে সেনাবাহিনীর অগ্নিপথ নিয়ে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। রেলের যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এবার একাধিক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল পূর্ব রেল। যার জেরে দুর্ভোগের মধ্যে পড়তে চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বাতিল হওয়ায় দুর্ভোগ বাড়বে যাত্রীদের এমনটাই মনে করছে রেল কর্তপক্ষ । শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ দেখানো শুরু হলে দ্রুত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন আধিকারিকরা ৷

{link}
গতকাল থেকে বিহার, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর বিস্তীর্ণ স্থানে বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া স্টেশনের স্টেশন মাস্টার মোহিত কান্তি বিশ্বাস। তিনি জানিয়েছেন ২২৭৩ হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস,  ১২৩২৭ হাওড়া হরিদ্বার এক্সপ্রেস, ১২০২৩ পাটনা জন শতাব্দী এক্সপ্রেস আপাতত বাতিল করা হয়েছে। তিনি আরো জানান বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ চলছে। যারা এই বাতিল হওয়া ট্রেনগুলোতে টিকিট কেটেছেন তাদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে পূর্ব রেলের থেকে বলে জানানো হয়েছে। যদিও লোকাল ট্রেন পরিষেবা এখনও কোনো সমস্যাতে নেই। লোকাল ট্রেন পরিষেবায় আন্দোলনের কোনো প্রভাব পড়ে নি বলেই দাবি করেন তিনি। বিক্ষোভের পরিস্থিতির উপর আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে রেল সূত্রে।
{ads}

news Agnipath Army Protest Howrah Station Indian Railways Train Cancelled West Bengal সংবাদ

Last Updated :