header banner

আলিপুরদুয়ারে ভোট দিলেন বৃহন্নলা সমাজের মানুষেরা, খুশির হাওড়া পাহাড়ে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ পৌরসভায় ভোটদান পর্বের সময় এক অনন্য মুহূর্তের সাক্ষি থাকল বঙ্গভূমির মানুষ। আলিপুরদুয়ারে ভোট দিলেন বৃহন্নলা সমাজের মানুষেরা। রবিবার আলিপুরদুয়ার কুড়ি নাম্বার ওয়ার্ডের একটি বুথে ভোট দিতে যান বৃহন্নলা ভোটাররা। স্বাভাবিকভাবেই ভোট দান করতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন তারা। লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের খুশির কথা ব্যাক্ত করলেন তারা। প্রিয়া রায় নামে একজন বলেন, আমরা সমাজের মূলধারায় চলে এলাম। গত বিধানসভায় প্রথম ভোট দান করে যে উপলব্ধি হয়েছে এবারের পুরভোটে আরও উপলব্ধি হলো। সকলে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো।

{link} 

একাধারে যখন রাজ্যের একাধিক প্রান্ত থেকে ভোটদানকে কেন্দ্র করে বিক্ষোভ এবং উত্তপ্ত পরিস্থিতির সংবাদ প্রকাশ্যে আসছে, তখনই এহেন এক অনন্য মুহূর্তের সাক্ষি থাকল পশ্চিমবঙ্গবাসী। 

{ads}

news Alipurduar third gender election corporation election North Bengal West Bengal India উত্তরবঙ্গ বৃহন্নলা

Last Updated :