header banner

ভয়াবহ সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে প্রতি মুহূর্তে, অমরনাথ থেকে বেঁচে ফিরেছেন তারা

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ অমরনাথে মেঘভাঙা বৃষ্টি ও ধ্বসে একাধিক মানুষ প্রান হারিয়েছেন, এখনও অনেকে নিখোঁজ, তারই মধ্যে দিয়ে বেঁচে ফিরে এলেন সিউড়ি সমন্বয় পল্লীর তিনজন বাসিন্দা। অমরনাথের সেই  দুর্যোগের দৃশ্য ভুলতে পারছেন না এখনও। মহাদেবের দর্শন করতে গিয়ে এহেন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে তা তারা কল্পনাতেও ভাবতে পারেননি। ওই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে মোকাবিলা করে এখনও যে তারা বেঁচে রয়েছেন তা তাদের কাছে অবিশ্বাস্য।   

{link}

অমরনাথ যাত্রার উদ্দেশ্যে ৩রা জুলাই তারা রওনা দিয়েছিলেন। এমনকি তারা খুব ভালোভাবেই অমরনাথে পৌঁছান। তারা মনের আনন্দে মহাদেবের দর্শনও করেন। এরপর  মন্দির থেকে বেরিয়ে এসে একটি দোকানের সামনে বসেছিলেন, ঠিক সেই সময়ই শুরু হয় বৃষ্টি। আসতে আসতে পরিস্থিতি খারাপ হতে শুরু করে।পাহাড়ে  ধ্বস  নামে, মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে যায়। তাদের সঙ্গে কয়েক মিনিটের জন্য যাদের চেনাজানা হয়েছিল তারাও নিমিষের মধ্যে হারিয়ে যায়। কিছুক্ষনের জন্য ভেবেছিলেন হয়ত তারাও আর বাঁচবেন না। কিন্তু কোনোরকমে প্রানে বেঁচে ফেরেন তারা।  সেই দৃশ্য এখনও চোখে ভাসছে তাদের। এমনই ভয়ঙ্কর  অভিজ্ঞতার কথা জানান সিউড়ি সমন্বয় পল্লীর বাসিন্দা প্রভাত মন্ডল এবং জলি মন্ডল।

{link}

অনেক আনন্দের সাথে মহাদেবের দর্শন করবেন বলে রওনা দিলেও, তারা বাড়ি ফিরেছেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাথে। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে এখনও সিউরে উঠছেন তারা। চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্য। প্রানে বেঁচে ফিরে এসে এক স্বস্তি অনুভব করলেও সেই দুর্যোগের দৃশ্য এখনও ঘুম কাড়ছে তাদের।

{ads}

news Amarnath Disaster flood Travel Tourism Siuri Birbhum West Bengal India সংবাদ

Last Updated :