header banner

খুন হননি আমতার ছাত্রনেতা আনিস খান, উপর থেকে পড়েই মৃত্যু, চার্জশিট পেশ সিটের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ খুন হননি আমতার ছাত্রনেতা আনিস খান। উপর থেকে নিচে পড়েই ছাত্র নেতার মৃত্যু হয়েছে। সোমবার চার্জশিটে এমনই দাবি করেল সিট। যদিও সিটের চার্জশিটের এই বক্তব্য অস্বীকার করা হয়েছে আনিসের পরিবারের তরফ থেকে। ওই চার্জশিট সোমবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়েছে। 

{link}
আনিশ কান্ডে আমতা থানার তৎকালীন ওসি সহ এক এএসআই, এক হোমগার্ড, দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫ জনের বিরুদ্ধে উলুবেড়িয়া মহকুমা আদালতে এদিন চার্জশিট জমা দেয় রাজ্যের তদন্তকারী সংস্থা সিট।  এদিকে, আনিসের বাবা সালেন খান এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। তিনি সোমবারেও বলেন, যে পুলিশ আমার ছেলেকে খুন করেছে সেই সিটের তদন্তে আশা ভরসা নেই। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি করেছি। আমি সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়ে ডবল বেঞ্চে আবেদন জানিয়েছি। তার আজ শুনানি আছে। সেই কেসকে স্লো করার জন্য এবং কেসকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে তড়িঘড়ি উলুবেড়িয়া আদালতে সিট চার্জশিট জমা করেছে পুলিশ। আনিস খানের মৃত্যুর পর পেরিয়েছে বেশ কয়েকটি মাস। তাও এখনও স্পষ্ট হয়নি হত্যাকান্ডের আসল ছবি। কে বা কারা দোষী নাকি নিছক দুর্ঘটনার কারনেই প্রান হারিয়েছিল আনিস, সেই বিষয়টি স্পষ্ট নয় আজও। ছেলে হারানো পরিবারটিকে ন্যায় দেবে কে? 
{ads}

news Anis Khan Uluberia police SIT special investigation team Howrah West Bengal India সংবাদ

Last Updated :