header banner

গরু পাচার কাণ্ডে তলব সিবিআই-এর, বীরভূম থেকে কলকাতায় অনুব্রত

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ গরু পাচার কাণ্ডে সিবিআই তলব পেয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে হাজিরা দেবেন, কি দেবেন না সেই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি। বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সাথে কোন কথা না বলেই, সোজা গাড়িতে উঠে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি।

{link}
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ৮ আগস্ট সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসের হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। এর আগেও অসুস্থতার জন্য একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। জানা গিয়েছে, ধৃতকে জেরা করে উঠে আসে অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের নাম। বীরভূমের সিউড়ি ও নামুরে  তাদের বাড়িতে হানা দিয়ে বহু তথ্য পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারেরা। তারপরেই ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। তাঁকে জেরা করে উদ্ধার হওয়া তথ্যগুলি যাচাই করতে পারে অফিসারেরা, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। বর্তমানে সিবিআই-এর চাপে দাপুটে তৃণমূল নেতার দাপট যে কিছুটা হলেও হ্রাস পেয়েছে তা স্পষ্ট। 
{ads}

news Anubrata Mondal Cattle Smuggling case Birbhum CBI summon West Bengal India সংবাদ

Last Updated :