নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ ২০২২ এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আজ। মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতির। মাধ্যমিকের অরিত্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল, মেধাতালিকায় মাধ্যমিকে সে ছিল তৃতীয় স্থানে। আর এবার উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় নিজের স্থান দখল করে নিল সে। ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে উত্তর ২৪ পরগনার অরিত্র। তার এই কৃতিত্বের সভাপতি খুশি রহড়া রামকৃষ্ণ মিশনের সকলেই।
{link}
আগামী জীবনে কি হতে চাও? প্রশ্নের উত্তরে মুখে বিজয়ীর এক গাল হাঁসি নিয়ে ইঞ্জিনিয়ার হতে চায় বলে জানালো মেধাবী ছাত্র অরিত্র। তবে সেখানেও যদি সফল না হয় তাহলে ডাক্তার হতেও আপত্তি নেই অরিত্রর। সেখানেও না হলে ফিজিক্স নিয়ে গবেষনা করতে চায় সে। স্কুলের ছাত্রর প্রশংসায় রামকৃষ্ণ মিশনের মহারাজ জানালেন অরিত্র অলরাউন্ডার। সে যে বিষয়েই পড়াশোনা করুক না কেন তাতে সফল হবে বলে বিশ্বাস রয়েছে মহারাজের। ছেলে কৃতিত্বে খুশির হাওয়া মা বাবার মনেও। একইরকমভাবে গর্বের ও খুশির হাওয়া বইছে সমস্ত স্কুল চত্বর জুড়েও।
{ads}