header banner

গ্রেফতার হয়েছেন অনুব্রত, আসানসোলে নকুলদানা বিলি করে ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল

article banner

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ বিলি করা হলো নকুলদানা। বাজানো হলো ঢাক। কারন কি, এহেন সময় কিসের উৎসব পালন হচ্ছে আসানসোলে? মূলত কোন উৎসব নয়, দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার গ্রেফতারিতে খুশির আবহ আসানসোলের বিজেপি শিবিরে। গরু পাচার মামলায় বুধবার সকালে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। সেই খবরের আনন্দে আসানসোলে রাস্তায় নেমে পড়লেন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। 

{link}
আসানসোল আদালতে অনুব্রত মন্ডলকে আনা হচ্ছে এই খবরে বিজেপি নেতা ও কর্মীরা আসানসোল আদালত চত্বরে পৌঁছে যান। তাদের সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্য সাধারণ অগ্নিমিত্রা পাল। আসানসোলের এসবি গরাই রোডের কোর্ট বাজার সংলগ্ন রেল গেট থেকে মিছিল করে  তাদেরকে লোকদের মধ্যে নকুলদানা বিতরণ করতে দেখা যায়। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ঢাক বাজিয়ে মানুষের মধ্যে নকুলদানা বিতরণ করেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, দিদির কোলের ভাইকে আনা হবে আসানসোল আদালতে। তাই তাকে অভ্যর্থনা জানানোর জন্য নকুলদানা ও বাতাসা এনেছি। এই অনুব্রত মন্ডল কে?  তিনি তৃনমুল কংগ্রেসের সন্ত্রাসের মুখ। চড়াম চড়াম করে খুব ঢাক বাজিয়ে ছিলেন। আজ আমরা ঢাক বাজাবো। 

{link}
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী তো নতুন করে ক্যাবিনেট গঠন করলেন। কিন্তু কোথায় অনুব্রত মন্ডলকে সরালেন কই? তিনি কি ভয় পাচ্ছেন? কান টানলে মাথা আসবে। মুখ্যনন্ত্রী জানেন, অনুব্রতকে টানলে অনেক সিক্রেট বেরিয়ে আসবে। চাকরি চুরি করা হয়েছে। কোটি কোটি টাকার দূর্নীতি করা হয়েছে। একা পার্থ চট্টোপাধ্যায় নন, গোটা তৃনমুল কংগ্রেসেরই এর সঙ্গে জড়িত। অগ্নিমিত্রা পাল কটাক্ষের সুরে বলেন, কি বলা হয়েছিলো ফিসচুলা হয়েছে? বেরিয়ে গেলো তো ফিসচুল? আসতে আসতে সবাই ধরা পড়বে। কেষ্ট-র গ্রেপ্তারিতে কার্যত যেন উৎসবের আমেজ বিজেপির শিবিরে। রাজনীতির খেলা, বোঝা দায়!
{ads}

news Asansole Anubrata Mondal cattle smuggling BJP Agnimitra Paul West Bengal India সংবাদ

Last Updated :