header banner

বিজেপি নাট্যকর্মীদের মাঝরাতে গিয়ে উত্তক্ত পুলিশের! খবর পেয়ে হাজির অগ্নিমিত্রা পাল

article banner

নিজস্ব সংবাদদাতা, আসানসোল:পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। আসানসোল রেল স্টেশনের ডরমেটরির তে ছিলেন বিজেপির নাট্যকর্মীরা। তাঁরা কলকাতা থেকে এসেছেন। তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা। কিন্তু আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে তাদের বারে বারে উত্তক্ত করে বলে অভিযোগ। এমনকি মাঝরাতে গিয়ে এনকোয়ারির নামে তাদেরকে শাসানো হয় বলে অভিযোগ।

{link}

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্য বিজেপি নেতৃত্ব। তারা ঘটনার তীব্র নিন্দা করেন। আসানসোল দক্ষিণ থানায় তারা যোগাযোগ করেন। দক্ষিণ থানা থেকে জানানো হয় বড়বাবুর নির্দেশ এই তদন্ত। উল্লেখ্য তৃণমূলের পক্ষপাতিত্ব করার জন্য গতকালই আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরও এই ঘটনা ঘটায়  হতবাক বিজেপি নেতৃত্ব। আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল শাসক দলের হয়ে কাজ করার। যার ফলে নির্বাচনের পূর্বে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে আসানসোলের রাজনৈতিক পরিবেশ। 

{ads}

politics BJP TMC Asansol Agnimitra Paul election West Bengal India সংবাদ

Last Updated :