header banner

ফের ভাঙন পদ্ম শিবিরে, বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

article banner

রাজনীতিতে আসার পর অভিজ্ঞতা খুব একটা সুখকর হয় নি। সেই কারনেই ফের ভাঙল গেরুয়া ঘর। টলিউডের অন্যতম পরিচিত মুখ তিনি, এবার বিজেপি ছাড়লেন তারকা রাজনীতিক শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু দল ছেড়েছেন তাই নয়, ফেসবুক এবং টুইটারে দলের প্রতি অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। যার ফলে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও, তবে ঘটনায় দলের কোনও ক্ষতি হবে না বলেই দাবি বিজেপি নেতৃত্বের। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনের আগে দলে দলে লোকজন বিজেপিতে যোগ দেন। এর প্রধান কারণ রাজ্য জুড়ে ‘বিজেপি হাওয়া’। এই হাওয়া বুঝে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন তারকাও ছিলেন। এই দলেই ছিলেন অভিনেত্রী শ্রাবন্তীও। শ্রাবন্তীর তারকা ইমেজেও বাজিমাত হয়নি বিজেপির। কলকাতার একটি আসনে পদ্ম-প্রার্থী হয়ে গোহারা হারেন এই তারকা রাজনীতিক। সামগ্রিকভাবে ভোটের ফল যায় বিজেপির প্রতিকূলে। ২০০ আসনের লক্ষ্যমাত্রা ধার্য হলেও, মাত্র ৭৭টি আসন পায় গেরুয়া শিবির। এতেই মোহভঙ্গ হয় বিজেপিতে আসা লোকজনের। শুরু হয় তৃণমূলে ফেরার হিড়িক। ছেলে শুভ্রাংশুকে নিয়ে প্রথমেই দল ছাড়েন বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়। তাঁর পদাঙ্ক অনুসরণ করেন বিজেপির টিকিটে জয়ী আরও কয়েকজন বিধায়কও। বিজেপির টিকিটে দাঁড়িয়ে হেরে যাওয়া অনেক নেতাও ফিরে যান তৃণমূলে। 

{link}
বিজেপি মুখ থুবড়ে পড়ার পরে দলীয় নেতৃত্বকে নানা বাণে বিদ্ধ করেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ‘নগর নটী’দের ভোটে টিকিট দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেন তিনি। তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তী সহ কয়েকজন বিজেপি তারকা নেত্রীর নৌবিহারের ভিডিও-রও কড়া সমালোচনা করেন তিনি। এর পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন  বিজেপির টলিউডের অনেক তারকা রাজনীতিক। তাঁদের মধ্যে আগেই দল ছেড়েছিলেন বেশ কয়েকজন। এই তালিকায় সর্বশেষ সংযোজন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় দলের প্রতি বিষোদ্গারও করেন তিনি। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বলেও জানান শ্রাবন্তী।


এবং এখানেই জলঘোলা শেষ হয়নি, এর উপর আরো যুক্তি তর্কের পারদ চড়েছে। বিজেপির ছত্রছায়া ছেড়ে বেরিয়ে আসার পর তৃণমূলের একটি সূত্রের খবর, দিন কয়েকের মধ্যেই জোড়াফুল আঁকা ঝান্ডা হাতে তুলে নেবেন শ্রাবন্তী। এ ব্যাপারে নাকি তাঁর সঙ্গে তৃণমূলের এক হেভিওয়েট নেতার কথাও হয়ে গিয়েছে। সত্যিই যদি তা হয়, তাহলে খুব অবাক হওয়ার মতো কিছু হবে বলে তো মনে হয়না। এর পাশাপাশি আরও একটা অংশের মানুষের মতামত আদৌ শ্রাবন্তী আর রাজনীতিতে ফেরেন কি না সেটাও দেখার বিষয়। 
{ads}

news BJP Srabanti Chatterjee TMC Dilip Ghosh Mamata Banerjee Tollywood Facebook Twitter West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :