header banner

হাওড়ার ঘুসুরিরি বিষমদ কাণ্ডের মৃতদের পরিবার ও অসুস্থদের সাথে দেখা করলেন সুকান্ত মজুমদার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গতকাল থেকেই খবরের শিরোনামে হাওড়ার ঘুসুরির বিষমদ কাণ্ড। সময়ের সাথেই বেড়েছে মৃতের সংখ্যা। স্বজন হারিয়েছেন বহু মানুষজন। বৃহস্পতিবার মালিপাঁচ ঘড়া থানার বিষমদ কাণ্ডে অসুস্থদের দেখতে টিএল জয়সোয়াল হাসপাতালে পৌঁছালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি তাদের সাথে কথা বলেন এবং সেদিন কি ঘটনা ঘটেছিল তা সবিস্তারে জানলেন তাদের থেকে । এরপর হাসপাতাল সুপার এর সঙ্গেও কথা বলেন তিনি। সকলের সাথে কথা বলে সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখে তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।  

{link}
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এটি একটি গণহত্যা। রাজ্য সরকার গোটা বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা করছে। এই বিষ মদ ব্যবসা থেকে একটা পার্সেন্টেজ পায় শাসক দল। সেই ক্ষেত্রে লাভের পরিমাণ বাড়ানোর জন্য বিষ মদ ব্যবসায়ীরা তাতে বিভিন্ন রাসায়নিক মেশায়। যার কারণেই এই ঘটনা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে রাজ্য বিজেপি আইনত পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি। অসুস্থদের পাশাপাশি মৃতের পরিবারের সাথেও দেখা করেন তিনি। সেখানে বিজেপির রাজ্য সভাপতিকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় স্বজনহারা মানুষজনেরা। আদৌ কি দোষীরা শাস্তি পাবে, এখন প্রশ্ন সেখানেই। 
{ads}

news BJP Sukanta Majumder Poisoned Alcohol many dead hospital West Bengal India সংবাদ

Last Updated :