header banner

বিজেপি করার কারনে ভাইপোর বউ-এর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ভাইয়ের বউমার পরিবারের সদস্যরা বিজেপি করে, তাই বৌমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল নদীয়ার কুপার্স ক্যাম্প পৌরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান দিলীপ দাস এবং তার পরিবারের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করার কারণে বেধড়ক মারধর করা হয় ওই গৃহবধূ এবং তার বাবার বাড়ির পরিবারের সদস্যদের বলেও অভিযোগ। দেওয়া হয়েছে খুনের হুমকিও। চরম আতঙ্কে দিন কাটছে ওই গৃহবধূ এবং তার বাবার বাড়ির সদস্যদের। 

{link}

নদীয়ার কুপার্স ক্যাম্প পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রায় ৫ বছর আগে কুপার্স ক্যাম্প ৭ নম্বর ওয়ার্ডের যুবতী সোমা হালদার এর সঙ্গে বিয়ে হয় ওই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ভাইস-চেয়ারম্যান দিলীপ দাস এর ভাইপো চিরঞ্জিৎ দাস এর সঙ্গে। বিয়ের পর সুখেই দিন কাটছিল ওই গৃহবধূর। কিছুদিন পর ওই গৃহবধূর দাদা বিজেপিতে যোগদান করে। এর পরেই রাজনৈতিক হিংসার কারণে আক্রোশ বেড়ে যায়। গৃহবধূর পরিবারের অভিযোগ, এরপর থেকেই শারীরিক এবং মানসিক নির্যাতন করতে থাকে ওই যুবতীকে। কয়েক মাস আগে বাড়ি থেকে বের করে দেয় ওই গৃহবধূকে। এরপরই গৃহবধূর পরিবারের তরফ থেকে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে জামিনে মুক্তি পায় অভিযুক্তরা। এরপরেও একাধিকবার হুমকি দেওয়া হয় মেরে ফেলার। শুধু তাই নয় ওই যুবতী এবং তার পরিবারকে বেধড়ক মারতে থাকে আগ্নেয়াস্ত্র এবং লোহার রড দিয়ে। পালিয়ে প্রাণে বাঁচেন যুবতী এবং তার পরিবার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। সেইসঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় চিরঞ্জিৎ দাস এর পরিবারের তরফ থেকে। 

{link}
এই মর্মে আবারো একটি লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধু এবং তার পরিবার। যদিও এই ঘটনার কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি তৃণমূলের ভাইস চেয়ারম্যান দিলীপ দাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক সৌজন্য এর পূর্বে বহুবার দেখেছে মানুষ। একই পরিবারের দুই সদস্য দুই আলাদা দলের হয়ে ভোটে লড়াই করেছেন। কিন্তু এই ছবি কার্যত একেবারে উলটো… হিংসার ছবি। এহেন রাজনীতি করাই বা কেন! 
{ads}

news politics BJP TMC Nadia house wife tortured West Bengal রাজনীতি সংবাদ

Last Updated :