নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লেন বিজেপির উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যেরা। যার জেরে প্রকাশ্য বিবাদের কারনে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল বাগদার কনিয়াড়া ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতে আসেন তদন্তের খাতিরে। তাদের সঙ্গে কথা বলতে চেয়ে পঞ্চায়েত অফিসে ঢুকতে গেলে সাধারণ মানুষকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বিরুদ্ধে। এরপরেই উত্তেজনা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এই অঞ্চলে দূর্নীতির আঁচ যে পেয়ে গিয়েছেন কেন্দ্রীয় দল তা কি স্পষ্ট হচ্ছে এই বচসার ছবি থেকেই? প্রশ্ন রাজনৈতিক মহলে।
{ads}