header banner

হারের ভয়ে আসানসোল থেকে আর দাঁড়াচ্ছেন না বাবুল সুপ্রিয়

article banner

কয়েকদিন পূর্বেই বঙ্গ রাজনীতিতে বজ্রপাত ঘটিয়ে যোগ দিয়েছেন রাজ্যের শাসক শিবিরে। তৃণমূলে যোগ দেওয়ার পর ট্রোল হয়েছিলেন বিপুল, কিন্তু তোয়াক্কা করেননি। সেই বাবুল সুপ্রিয়ই আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়াতে নারাজ আসানসোল থেকে। হারের ভয়ে আসানসোল থেকে আর দাঁড়াচ্ছেন না বাবুল সুপ্রিয়! আসানসোল লোকসভা উপনির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। বিজেপির দাবি, হারের ভয়েই আসানসোলে ফের প্রার্থী হতে রাজি হচ্ছেন না গায়ক থেকে রাজনীতিক বনে যাওয়া বাবুল। 

{link}
২০১৪ সালে আসানসোল লোকসভা নির্বাচনে জিতে সংসদের উঠোনে প্রথম পা রাখেন পেশায় প্লে-ব্যাক সিঙ্গার বাবুল সুপ্রিয়। প্রবল তৃণমূল হাওয়ায় জোড়াফুল প্রার্থীকে ধরাশায়ী করায় দিল্লির দরবারে গুরুত্ব বেড়ে যায় বাবুলের। প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। উনিশের লোকসভা নির্বাচনেও আসানসোলে পদ্ম-প্রতীকে দাঁড়িয়ে জয়ী হন গায়ক-রাজনীতিক। এবারও মোদি মন্ত্রিসভায় ঠাঁই হয় বাবুলের। তবে মাস কয়েক আগে মন্ত্রিসভা রদবদলের সময় বাদ পড়েন বাবুল। তাতেই বাবুলের ‘গোঁসা’ হয় বলে দাবি বিজেপির। এর পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বাবুল। সম্পর্ক ছিন্ন করেন বিজেপির সঙ্গে। এরই কিছুদিন পরে বাবুলকে দলে টেনে নেয় তৃণমূল। তখনই ঘোষণা করেন সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা।


পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার বাবুল ইস্তফা দেন সাংসদ পদে। এর সঙ্গে সঙ্গে খালি হয়ে যায় আসানসোল লোকসভা কেন্দ্র। জল্পনা ছড়ায়, ওই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বাজি হতে চলেছেন বাবুলই। তবে বাবুল নিজে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। এর পরেই গেরুয়া শিবিরের টিপ্পনি, হারের ভয়েই রণাঙ্গন ছেড়ে সরে দাঁড়াচ্ছেন বাবুল। আসনসোল লোকসভা কেন্দ্রের একটা বড় অংশেই বাস অবাঙালি ভোটারের। তাই জোড়াফুলের প্রার্থী হলে বাবুল সেখানে দাঁত ফোটাতে পারবেন না বলেই দাবি বিজেপির। 

{link}
কিন্তু স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তাহলে আসানসোলে প্রার্থী কে হবেন? সাথেই আরও বড়ো প্রশ্ন বাবুলেরই বা ভবিষ্যৎ কোথায়? তাকে কি নতুন দায়িত্ব তুলে দেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? প্রশ্ন উঠছে অনেকগুলি। 
{ads}

news Babul Suprio TMC BJP politics Asansole MP member of parliament Election West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :