header banner

আজ দুপুর ৩টে থেকে ৩০তারিখ দুপুর ৩টে পর্যন্ত টানা তিনদিন সম্পূর্নভাবে বন্ধ ব্যান্ডেল স্টেশন

article banner

নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল দুপুর ৩টে থেকে ৩০তারিখ দুপুর ৩টে পর্যন্ত টানা তিনদিনব্যাপী সম্পূর্নভাবে বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া স্টেশন থেকে তালান্ডু পর্যন্ত এবং হাওড়া-কাটোয়া লাইনে চুঁচুড়া স্টেশন থেকে ইসলামপাড়া হল্ট পর্যন্ত কোন ট্রেন চলবে না। অর্থাৎ হাওড়া-বর্ধমান মেন লাইনে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত এবং বর্ধমান থেকে খন্যান পর্যন্ত ট্রেন যাতায়াত করবে। আপে চুঁচুড়ার পরে হুগলী, ব্যান্ডেল, সপ্তগ্রাম, মগরা, তালান্ডু পাঁচটি প্লাটফর্মে এবং কাটোয়া লাইনে চুঁচুড়ার পরে হুগলী, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া এবং ইসমপাড়া হল্ট এই চারটি স্টেশনের মধ্যে ৭২ঘন্টা কোন ট্রেন চলাচল করবে না। ব্যান্ডেল স্টেশনে বিশ্বের মধ্যে সবথেকে বেশী প্লাটপোর্মের সাথে যোগাযোগকারী ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসানোর জন্য এই ব্লকেজ থাকবে। ফলে বহু যাত্রীই সমস্যায় পড়বেন।

{link}

এদিন ব্যান্ডেলে আগত খন্যানের এক বাসিন্দা বলেন রেলের পরিকল্পনাহীন কাজ। টানা দুবছর লকডাউনে ট্রেন চললো না। সবেমাত্র সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু এ সময়ে আবার টানা ট্রেন বন্ধ। রেল চাইলে লকডাউনের সময়ই এই কাজ করতে পারতো। অনেকের বক্তব্য সাময়িক অসুবিধা হলেও আগামীদিনে সুবিধা হবে। ব্যান্ডেল স্টেশনের সামনে থাকা অটোচালকদের বক্তব্য ট্রেন বন্ধ থাকলে আমাদের যাত্রী হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন সিস্টেম চালু হওয়ার পর যাত্রী সংখ্যা বাড়তে পারে। সেই আশাতেই রয়েছেন তারা।

{ads}

news Bandel Station closed until 30th May Indian Railways West Bengal সংবাদ

Last Updated :