header banner

মাওবাদী সন্দেহে বোলপুর থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ মাওবাদী সন্দেহে এবার বোলপুর থানা এলাকা থেকে দু'জনকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ। ধৃত দুই ব্যাক্তির নাম অর্কদীপ গোস্বামী ও টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল। সোমবার অভিযুক্ত দুই ব্যাক্তিকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের আট দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

{link}

 পুলিশ সূত্রে খবর, গত ২৭ জানুয়ারী রাতে বাঁকুড়ার বারিকুল থানায় খবর আসে স্থানীয় গোচদা গ্রামে মঙ্গল হাঁসদা ওরফে ডাক্তারের অনলাইন সেন্টারে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তি জড়ো হয়েছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তারা দু'জন পালিয়ে যায়। তবে ওই অনলাইন সেন্টারে ছাপানো বেশ কিছু মাও পোষ্টার পুলিশ উদ্ধার করে। একই সঙ্গে ওই জায়গা থেকে পুলিশ শিবপ্রসাদ মুর্ম্মু ওরফে শিবু ও মঙ্গল হাঁসদা ওরফে ডাক্তারকে গ্রেফতার করে। এই ঘটনার তদন্ত করেই পুলিশ বীরভূমের বোলপুর থানা এলাকা থেকে শনিবার অর্কদীপ গোস্বামী ও টিপু সুলতান ওরফে মুস্তাফা কামালকে গ্রেফতার করে নিয়ে আসে।

{link}

এই ঘটনায় খাতড়া মহকুমা আদালতের আইনজীবি সন্দীপ চক্রবর্ত্তী বলেন, পুলিশ ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও বিচারক ৮ দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেছেন। আগামী ৩ মে তাদের ফের আদালতে তোলা হবে বলে তিনি জানান। বেশ কিছুদিন ধরেই জঙ্গলমহলে মাওবাদীদের হাতে লেখা বিভিন্ন পোস্টার পাওয়া যাচ্ছে। তার মধ্যে নতুন করে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে গ্রেফতার করার পর চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।

{ads}

news Bankura 2 Maoists arrested Birbhum police Bankura District Police West Bengal India সংবাদ

Last Updated :