header banner

বাঁকুড়ায় প্রচন্ড বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখী সংঘর্ষ, আহত কমপক্ষে ১৫

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ প্রচন্ড বৃষ্টির মধ্যে বেসরকারী যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখী সংঘর্ষে আহত হল অন্ততপক্ষে ১৫ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাঁকুড়ার কোতুলপুর থানার আনন্দপল্লী এলাকায়। বিষ্ণুপুর থেকে তারকেশ্বর যাওয়ার পথে কোতুলপুর আনন্দ পল্লী এলাকায় ঐ বেসরকারী বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতোটাই ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । এই ঘটনায় অন্তত পক্ষে ১৫ জন বাস যাত্রী গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে  পুলিশ আহত বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। 

{link}

স্থানীয়দের একাংশ পুলিশের দায়িত্বশীলতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ, হেলমেট বিহীন বাইক আরোহীদের জরিমানা করতে যতটা তৎপর তার বিন্দুমাত্রও বাজারের মধ্যে যাতায়াতকারী গাড়ি গুলির গতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয় না। যার ফলেই বারবার দূর্ঘটনা ঘটছে। গাড়ি দুটিকে ইতিমধ্যেই উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে। গাড়িদুটি উদ্ধার করে আটক করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
{ads}

news Bankura Bus Accident Private Bus Lorri Accident 15 Injured West Bengal India সংবাদ

Last Updated :