header banner

তিন মাস ধরে মেলেনি পানীয় জলের সরবরাহ, বাঁকুড়ায় পথ অবরোধ মহিলাদের

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ তিন মাস ধরে মেলেনি পানীয় জলের সরবরাহ। শেষ পর্যন্ত পানীয় জলের দাবিতে এবার পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়ার জঙ্গল মহলের প্রমীলাবাহিনী। বুধবার সকাল থেকে রাস্তার উপর বালতি-হাঁড়ি নামিয়ে পথ অবরোধ করলেন রানীবাঁধের লদ্দা গ্রামের মহিলারা। আর এই অবরোধের জেরে অম্বিকানগর-রুদড়া রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। চরম সমস্যায় পড়েছেন রাস্তা দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রীরা। তবে যতক্ষন না দাবি মানা হচ্ছে, ততক্ষন অবরোধ তুলতে নারাজ অবরোধকারীরা।

{link}
অবরোধকারীদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের উদ্যোগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানো হয়েছে। বাড়ি বাড়ি জলের পাইপ লাইনির সংযোগ দেওয়া হলেও বিগত চার মাস ধরে তারা জল পাচ্ছেননা। যার ফলে পুকুর বা অন্য কোন জলাশয় থেকে জল নিয়ে তাই পানীয় জল হিসেবে ব্যাবহার করতে হচ্ছে স্থানীয় মানুষকে। হচ্ছে স্বাস্থ্যের অবনতি।

{link} 
অবরোধকারী নীলিমা মাহাতো, যমুনা মাহাতোরা বলেন, সরকারীভাবে বলা হচ্ছে 'ভালো থাকো সুস্থ থাকো'। জল না পেয়ে পুকুরের জল খেয়েই আমাদের কাটাতে হচ্ছে। এই অবস্থায় কিভাবে সুস্থ থাকা সম্ভব? খবর পেয়ে অবরোধ স্থলে পুলিশ এলেও পুলিশী আশ্বাসে তারা খুশী নন জানিয়ে বলেন, বিডিওকে গ্রামে এসে নিয়মিত জলসরবরাহের প্রতিশ্রুতি দিতে হবে। বিডিও না আসা পর্যন্ত তাঁরা অবরোধ তুলবেননা বলে জানান। এখন কতোদিনে এই সমস্যার সমাধান হয়, তাই দেখার বিষয়। 
{ads}

news Bankura drinking water drinking water crisis West Bengal রাজ্য সংবাদ

Last Updated :