header banner

মহিলা রোগীর সিটি স্ক্যান রিপোর্ট দেখে বৃদ্ধর চিকিৎসা, বারাসাত মেগাসিটি নার্সিংহোমে চাঞ্চল্য

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ বারাসত মেগাসিটি নার্সিংহোম এর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনার কারনে সোমবার রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান নার্সিংহোমে। অভিযোগ এক মহিলা রোগীর সিটি স্ক্যান রিপোর্ট দেখে এক বৃদ্ধর চিকিৎসা করা হয়েছে। যার ফলে বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে রোগীকে অন্যত্র রেফার করায় প্রকাশ্যে আসে গাফিলতি। 


বিষয়টি জানাজানি হতেই রোগীর আত্মীয় ও পরিচিতরা এসে নার্সিংহোমে সামনে এসে বিক্ষোভ শুরু করে। এতবড় একটা নার্সিংহোমে কিভাবে এতবড় ভুল হয়, সেখানেই উঠছে প্রশ্ন। রোগীর নাম সন্তোষ দত্ত চৌধুরী, বয়স ৭০, তার চিকিৎসা করা হয় নমিতা দত্ত নামে এক রোগীর সিটি স্ক্যান রিপোর্ট দেখে। বর্তমানে সন্তোষ দত্ত চৌধুরী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানে নিয়ে যাওয়ার পরেই মেগাসিটি নার্সিংহোমের গাফিলতি প্রকাশ্যে আসে। পরিবারের তরফ থেকে নার্সিংহোম এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসত মেগাসিটি নার্সিংহোম চত্ত্বরে  বিপুল উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে যে সমস্ত অসুস্থ মানুষ সেই হসপিটালে রয়েছে, আতঙ্ক দেখা দিয়েছে তাদের পরিবারের মধ্যেও। 
 

news Barasat Megacity Nurshing Home wrong treatment protest North 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :