সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবারও শাসক দলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বাসন্তী ব্লকে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সর্দার পাড়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আদি তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক।জখমদের কে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
{link}
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ১০ নম্বর সরদার পাড়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে আদি তৃণমূল কর্মী সমর্থকরা মিটিং করছিলেন। অভিযোগ রাতের অন্ধকারে যুবতৃণমূল আশ্রিত জনাপঁচিশ দুষ্কৃতি আচমকা পার্টী অফিস ভাঙচুর করে আদি তৃণমূল কর্মী সমর্থদের কে বেধড়ক মাবধর শুরু করে। ঘটনাস্থলে একজনের মাথা ফেটে গেলে যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা কর্মী পালিয়ে যায়।স্থানীয়রা জখমদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আদি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাতের অন্ধকারে এমন সংঘর্ষের কথা এলাকায় চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}