header banner

বীরভূমের রাঙামাটির বাউল, 'হৃদমাঝারে' আন্তর্জাতিক মানুষেরও

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমেরঃ ‘তোমায় হৃদমাঝারে রাখব’ কিংবা 'মিলন হবে কত দিনে', এই গানগুলি আমাদের কাছে খুবই পরিচিত গান। আজ পৌঁছেছে বিশ্বের দরবারেও। কিন্তু দেখেছেন কি? বিদেশী ছোট্ট ছোট্ট শিশুরা নিজেরা সেই গান করছে? হ্যাঁ, এবার সেই কাজটিই করে দেখিয়েছেন বাংলার একজন খ্যাতনামা বাউল। বীরভূমের রাঙামাটির বাউল গান বিদেশের মাটিতে পৌঁছে দিচ্ছেন রাজু দাস বাউল। বীরভূম থেকে সুদূর বিদেশের মাটিতে বীরভূমের বাউল গান পৌঁছে দেওয়ার জন্য ওয়ার্কশপ চালাচ্ছেন বীরভূমের জামবুনির বাউল শিল্পী। তিনি গত ৩০ জুন থেকে ইউনাইটেড কিংডমের ওয়ালনি আইল্যান্ডের একটি প্রাইমারি স্কুলে এই ওয়ার্কশপ চালাচ্ছেন। সেখানে এই ওয়ার্কশপ চালানোর পর তিনি ১১ জুন ফের বোলপুরে ফিরে আসবেন।

{link}

রাজু দাস বাউল আট বছর বয়স থেকে গান-বাজনার সঙ্গে যুক্ত। বর্তমানে তার বয়স ৩০ বছর। তিনি তার বাবা শ্রীদাম দাস বাউলের থেকে গান শিখেছেন এবং তারপর থেকে এই বাউল গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি বিদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ওয়ার্কশপ করে থাকেন। ব্রিটেনে এই ওয়র্কসপ শেষ হওয়ার পর ফের ১০ আগস্ট তিনি ইংল্যান্ড এবং এডেনবড়ায় ওয়ার্কশপে যাবেন। তার মূল লক্ষ্য হলো বীরভূমের বাউল গান বিদেশের মাটিতে পৌঁছে দেওয়া।

{link}

রাজু দাস বাউল এইভাবে বিদেশের মাটিতে বাংলার বাউল গানকে পৌঁছে দেওয়ার সুযোগ পান মূলত সে দেশের কাউন্সিলের তরফ থেকে। সেখান থেকেই তাকে আমন্ত্রণ জানানো হয় এবং সমস্ত খরচ বহন করে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি জানিয়েছেন, ব্রিটেনের ছোট ছোট বাচ্চারা বাংলার এই বাউল গান শুনতে এবং শিখতে প্রচন্ড আগ্রহ দেখাচ্ছে। তিনি ওই খুদেদের আগ্রহ মত এই ওয়ার্কশপ চালাচ্ছেন। স্বার্থক তার শিল্পী সত্ত্বা, স্বার্থক তার প্রচেষ্টা। বঙ্গের সংস্কৃতিকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার তার এই চেষ্টাকে কুর্নিশ জানায় শেফিল্ড টাইমস। 
{ads}

news Baul Songs Birbhum international singing learning students United Kingdom West Bengal India সংবাদ

Last Updated :