header banner

অপেক্ষার অবসান, অবশেষে খুলে গেল বেলুর মঠের দরজা

article banner

 দির্ঘ প্রতীক্ষার অবশান। বেলুর মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে দেখা গেল  খুশির হাওয়া। । বহু প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর ১৮ আগস্ট বুধবার সকালে তৃতীয়বারের জন্য খুললো বেলুড়মঠ। আগের বছর কোভিডের সংক্রমণ ছড়াতে শুরু করলে ২৫ শে মার্চ ২০২০ প্রথম  বন্ধ করা হয় বেলুড়মঠ।  এরপর ১৫ ই জুন ২০২০ থেকে ১ আগস্ট ২০২০পর্যন্ত খোলা ছিল মঠ। এরপর ফের বন্ধ হয়ে যায় মঠ। আবার বেলুড় মঠ খোলা হয় ১০ ই ফেব্রুয়ারি।  কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে  ২২ শে এপ্রিল ২০২১ থেকে ফের বন্ধ করা হয় মঠ। এরপর গুরু পূর্ণিমার দিন  ২৪ শে জুলাই একদিনের জন্য খোলা হয়েছিল বেলুর মঠের দরজা।

{link}
বেলুর মঠ কর্তৃপক্ষের সুত্রে জানা গেছে, সকাল ৮ টা থেকে ১১ এবং বিকেল চারটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। কঠোর কোভিড বিধির মধ্যে সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থীদের মঠের ভিতরে যাওয়ার অনুমতি মিলবে। এইবার মঠে প্রবেশে যা সব চেয়ে তাৎপর্যপূর্ণ তা হল প্রত্যেককে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২  ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে। পরীক্ষার রিপোর্ট অথবা ভ্যাক্সিনের শংসাপত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বেলুর মঠ কর্তৃপক্ষ ।

{ads}
 

news Belur Math Corona Virus Covid 19 Howrah West Bengal India

Last Updated :