header banner

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার উদ্দেশ্যে ভক্তদের ঢল বেলুড়মঠে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ‘গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর’ গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম.....আমাদের জীবনে গুরুর স্থান সকলের উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন। আজ গুরু পূর্ণিমা। প্রতিবছরের মত এবারেও  দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড়মঠে।

{link}
এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের দীক্ষাগুরু কে প্রণাম ও শ্রদ্ধা জানাতে ও তার আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই  নিয়ম মত ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনটাতে তারা স্বশরীরে বেলুড় মঠের এসে দীক্ষা গুরু কে প্রণাম করেন, পূজা করেন ও তার আশীর্বাদ নেন। প্রনাম করে গুরুদেবকে নিজের প্রার্থনা জানান। 

{link}
এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয।  এমনিতেই সকাল সাড়ে ছটায় বেলুড় মঠ খোলা হয়।  আজ একই নিয়মে মঠ খোলা হয়েছিল। সকাল ১০ টা নাগাদ মহারাজেরা ভক্তদের প্রণাম নেন ও আশীর্বাদ দেন।। মাঝের দু'বছর অতিমারীর কারণে বেলুড় মঠের গুরু প্রণাম বন্ধ থাকায় এ বছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ল বেলুড় মঠের গেটে। আজ আর সেইভাবে করোনার নিয়মের বেড়াজালে আটকে নেই মানুষ। নিয়ম মত সাদা পদ্ম ফুল এবং প্রসাদ নিয়ে তারা প্রনাম সম্পূর্ন করেন। আজকের দিন্তে অনেকটাই প্রানবন্ত দেখাচ্ছে বেলুড় মঠ প্রাঙ্গন। 
{ads}

news Belur Math Guru purnima Devotees Howrah Belur Ramkrishna Paramhansadeb West Bengal India সংবাদ

Last Updated :