header banner

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে ফের খুলতে চলেছে বেলুড় মঠ, কোভিড বিধি মেনে করতে হবে প্রবেশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অবশেষে ভক্তদের জন্য সুখবর, খুলতে চলেছে বেলুড় মঠের দ্বার। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। বৃহস্পতিবার রাতে মঠ কতৃপক্ষের তরফ থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি মেনে খুলতে চলেছে বেলুড় মঠের দ্বার। যার ফলে আনুমানিক দুই মাস বন্ধ থাকার পর ফের ভক্তসমাগমে মুখরিত হতে চলেছে বেলুড় মঠ প্রাঙ্গন। 

{link}
উল্লেখযোগ্যভাবে গত ২৬শে ডিসেম্বর সারদা মায়ের জন্ম তিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ  এবং বেলুড়মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে ১লা জানুয়ারি থেকে বেলুড় মঠ বন্ধরাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরবর্তীকালে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মঠ।  প্রথমে ঠিক ছিল ৩রা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।  কিন্তু পরবর্তীকালে করোনা আতঙ্ক বাড়তে থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।  আজ বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিদ বিধি মেনে ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। সময় সকাল ৭ টা থেকে বেলা ১১টা  এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বেলুড়মঠের দরজা। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন মহারাজ প্রণাম ইত্যাদি করা গেলেও আরতি দেখা যাবে না বা কোন প্রসাদ এর ব্যবস্থা থাকছে না।  শুধুমাত্র আগামী চৌঠা মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে। ভক্ত এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে মাস্ক পরে,  এবং দূরত্ব বিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে মঠ কতৃপক্ষের তরফ থেকে। 
{ads}

news Belur Math Re opening 23rd February Ramkrishna Paramhansadeb Ramkrishna Mission Howrah West Bengal India বেলুড় মঠ সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article