header banner

আট দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার ভক্তদের জন্য খুলল বেলুড় মঠের দ্বার

article banner

অবশেষে বেলুড় মঠের ভক্তদের জন্য সুখবর। টানা আট দিন বন্ধ থাকার পর আজ অবশেষে  ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠের দরজা। বছরের যে সময়গুলিতে বেলুড় মঠে সর্বাধিক জনসমাগম হয় তার মধ্যে দুর্গাপূজা অন্যতম। সেই কথা মাথায় রেখেই কোভিড সংক্রমন যাতে না ছড়ায় তার জন্য দুর্গা পুজোয় বেলুড় মঠে সাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মঠ কতৃপক্ষের তরফ থেকে। সেই মতোই দুর্গাপূজায় সাধারন মানুষ ও ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠের প্রবেশ পথ। কিন্তু যাতে মা দুর্গার আরাধনা দেখা থেকে মানুষ বঞ্চিত না হন তার জন্য অনলাইনে সমস্ত পুজোই দেখানো হয়। 

{link}
মঠ সূত্রে জানা গেছে আসন্ন লক্ষ্মী পূজা এবং কালীপূজায় খোলা থাকবে বেলুড় মঠ।  মঠ নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী খোলা থাকবে সকাল আটটা  থেকে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত। সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভক্তরা প্রবেশ করতে পারবেন। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী  নয় এবং দশ নভেম্বর ছট পুজায় মঠ সম্পূর্ন বন্ধ থাকবে।

{ads}

 

news Belur Math Ramkrishna Mission reopen devotees Belur Bally Howrah West Bengal India সংবাদ বেলুড় মঠ

Last Updated :