নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া তিন নম্বর গলি এলাকায় শনিবার সকালে প্রায় পঞ্চাশটি তাজা বোমা উদ্ধার হয়। যে ঘটনাটির খবর জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার কারনে শনিবার সন্ধ্যায় ভাটপাড়া থানায় তদন্তে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তিনি জানান গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে ইতিমধ্যেই দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই ধরা হবে দুষ্কৃতীদের। তাদের গ্রেফতারি পরাই কি উদ্দেশ্যে বা কি করার জন্য এই বোমা গুলি সেখানে মজুত করা হয়েছিল তা জানা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। একসময় সন্ত্রাসের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই ভাটপাড়া, কিন্তু পুলিশের কড়াকড়িতে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তারই মাঝে ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটায় পুনরায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
{ads}