header banner

হেলমেট ছাড়া বেপরোয়া বাইক চালানোর পরিনতি, পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশের

article banner

নিজস্ব  সংবাদদাতা, বীরভূমঃ বোলপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায়, মৃত্যু পুলিশের। মৃতের নাম তুহিন ঝাঁ, তিনি বোলপুরের ট্রাফিক ওসি৷ অনুমান দ্রুত গতিতে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

{link}  

স্থানীয় সূত্রের খবর, তিনি বোলপুরের দিক থেকে কাশিপুরের দিকে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন৷  জানা গিয়েছে, বোলপুর বাইপাসের কাছে একটি ডিভাইডারকে দ্রুত গতিতে ধাক্কা মারেন  তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে  তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে।স্থানীয়রা জানান, তার মাথায় হেলমেট ছিল না বলেই এই বিপত্তি ঘটেছে।

{link}

রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে “Safe drive save life” প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রকল্পের উদ্দেশ্য সফল করার দায়িত্ব রয়েছে ট্রাফিক পুলিশের উপর। এক ট্রাফিক ওসির এরুপ  অস্বাভাবিক গতিতে হেলমেট ছাড়া বেপরোয়াভাবে বাইক চালানোর ঘটনায় প্রশ্ন উঠছে ট্রাফিক পুলিশদের বিরুদ্ধেই। যাদের কাজ মানুষকে সচেতন করা, তারাই যদি ট্রাফিক আইন না মানে তাহলে সাধারন মানুষও যে সম্পূর্ণ মানবে, তা আশা করা যায় কি?

{ads}

news Birbhum police accident safe drive save life one dead West Bengal India সংবাদ

Last Updated :