header banner

বিষ্ণুপুরে তেরঙ্গা যাত্রার সমর্থনে পা মিলিয়ে দেশবাসীকে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন সৌমিত্রর

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ 'আমার চেয়ে দল বড়। আর দলের চেয়েও দেশ বড়', প্রধানমন্ত্রীর ডাকে দেশজুড়ে চলছে ‘ঘর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা’ কর্মসূচী। সেই কর্মসূচীর সমর্থনে মিছিলে পা মিলিয়েই এই মন্তব্য করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্বাধীনতার ৭৫ তম বর্ষে অমৃতমহোৎসব উপলক্ষ্যে শনিবার সকালে নামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে কচিকাঁচাদের নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে সরকারী সিদ্ধান্তকে মান্যতা দিয়ে 'হরঘর তিরঙ্গা' কর্মসূচী হিসেবে ১৩ থেকে ১৫ আগষ্ট প্রতিটি বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তোলার আবেদনও জানান তিনি। 

{link}
এদিনের এই কর্মসূচীতে সাংসদ সৌমিত্র খাঁ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিধায়ক দীবাকর ঘরামি বলেন, আজকের এই মিছিল ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা লাগানোর আবেদন জানিয়ে এই মিছিল সংগঠিত হয়। এদিন স্থানীয় স্কুল গুলির ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিলে পুরো নিত্যানন্দপুর বাজার পরিক্রমা করা হয়ে। মিছিল শেষে কচিকাঁচাদের হাতে চকোলেট তুলে দেন সাংসদ সৌমিত্র খাঁ স্বয়ং। বর্তমানে দেশজুড়ে এই  কর্মসূচীর সমর্থনে একাধিক মিছিল করছেন বিজেপির নেতা-কর্মীরা। আগামীকাল দেশের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের দিকেই তাকিয়ে সবাই। 
{ads}

news Bishnupur Soumitra Khan BJP leader rally 75th independence day Bankura West Bengal India সংবাদ

Last Updated :