header banner

রবিবার হাওড়া সিটি পুলিশের ব্যাঁটরা থানার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে চলছে তাপপ্রবাহ, বাড়ছে রক্তের সংকট। যে কারনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত সংকট মেটাতে পুলিশ কর্মীদের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন থানায় পুলিশ কর্মীরা উদ্যোগী হয়ে থানা ভিত্তিক রক্তদান শিবিরের আয়োজনও করছেন। পুলিশের পাশাপাশি সাধারন মানুষও এগিয়ে আসছেন রক্তদানে। 

{link}
মূলত গরমের সময় এবং ঠিক বাঙালির সেরা পার্বন দুর্গোৎসব-এর সময় রক্তের সংকট বাড়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব সংগঠন তারাও উদ্যোগী হন রক্তদানে। হাওড়া সিটি পুলিশের ব্যাঁটরা থানার উদ্যোগে রবিবার সকালে ঐন্দ্রিলা ভবনে অনুষ্ঠিত হল মহতী রক্তদান শিবির। পুলিশ কর্মী সহ পুলিশের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করলেন স্থানীয় মানুষজন। সামাজিক দায় ও দায়িত্ববোধের পরিচয় রাখলেন পুলিশকর্মীরা। আজকের শীবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত দাতাদের পুস্পস্তবক ও স্মারক উপহার দেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঁটরা ও চ্যাটার্জিহাট থানার ওসি সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। পুলিশ কর্তারা বলেন রক্তদান, একটি মহৎ দান, আজকের এই রক্তদান শীবিরে সাধারন মানুষের কথা চিন্তা করে যারা রক্তদান করলেন, হাওড়া সিটি পুলিশ তাদের অভিনন্দন জানায়। 

{link}
আগামী দিনে বিভিন্ন সামাজিক কাজে পুলিশ এলাকার মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করবার জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে। সর্বোপরি সাধারন মানুষের সুখ দুঃখে পাশে থাকাই পুলিশের কর্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আগামী দিনে পুলিশ কর্মীরা আরও আরও বেশি করে সামাজিক কাজের সাথে নিজেদেরকে যুক্ত করতে বদ্ধপরিকর। 

{ads}

news Blood Donation Camp Howrah City Police Bantra Police Station Howrah West Bengal সংবাদ

Last Updated :