header banner

হাওড়ার নোনাপাড়ায় সমাজসেবী স্বপ্না পালের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির

article banner

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোনাপাড়ায় দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ রায়। একই সঙ্গে রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন ডোমজুড়ের বিধায়ক, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যান ঘোষ। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়া পুরসভার প্রশাসনিক প্রধান ডাক্তার সুজয় চক্রবর্তী, শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন কান্তি চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বেরা। 

{link}
এই অনুষ্ঠানের দলীয় কার্যালয়ের উদ্বোধন ও স্বেচ্ছা রক্তদান শিবিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পুজোর আগে কিংবা পুজোর সময় রক্তের চাহিদা চূড়ান্ত থাকে। যে কারনে যাতে করে যোগানে কোন ঘাটতি না হয়, সে জন্য রক্তদান শিবিরের আয়োজন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শুভাশিস পাল ও তার সহধর্মিনী স্বপ্না পালের উদ্যোগে বহু উৎসাহী মানুষ এই শিবিরে রক্তদান করেছেন। মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রনে খুশি আয়োজকেরাও। 

{link}
খুব শীঘ্রই হাওড়া পুরসভার নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তার আগে জনসংযোগ বাড়াতে ও মানুষের কাছে থাকার বার্তা দিতে বিরোধীদের থেকে কয়েক কদম এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় একাধিক কর্মসূচী গ্রহন করছেন দলীয় নেতা-কর্মীরা। এখন দেখার ভাগ্যের ফুল ফোঁটে কি না। 
{ads}

news Howrah West Bengal Trinamool Congress সংবাদ

Last Updated :