header banner

উস্থিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ২ শিশু, তদন্তে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: ফের বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু। বোমার ফাটার ঘটনায় ফের শিশু আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা উস্থি থানার কেয়াকনা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দুই শিশুকে ছেড়ে দেয়া হয়।

{link} 
স্থানীয় সূত্রে খবর, শনিবার বাড়ির কাছ থেকে বল ভেবে একটি তাজা বোমা কে নিয়ে আসে এক শিশু। বাড়ির উঠানের সামনে বল ভেবে বোমা নিয়ে এসেছিল দুই শিশু। হঠাৎই বোমা ফেটে যায়। বোমার আঘাতে গুরুতর জখম হয় দুই শিশু। বিকট শব্দে বাড়ি থেকে ছুটে আসে শিশুর বাবা-মা ও স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশু দুটিকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজন শিশুর মধ্যে একজনের আঘাত গুরুতর। ইতিমধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে উস্থি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে তাজা বোমা এলো ওই এলাকায় ? তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রপ্তার করা হয়নি।
{ads}

Usthi Bomb Blast 2 kids injured police South 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :