header banner

মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থানে ব্রাত্য বসু!!

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মাধ্যমিকে রাজ্যে অষ্টম হয়েছেন ব্রাত্য বোস। রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের পরেই এই নাম শুনে শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। তবে কি মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী স্বয়ং!! তবে না, তা কিন্তু নয়… ইনি বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র। তার এই নামের জন্যেই হয়ত আজ মেধা তালিকা দেখে নিজেও অবাক হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

{link}
বিষ্ণুপুর হাই স্কুল থেকে ৬৮৬ নম্বর পেয়ে এবার রাজ্যে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ব্রাত্য বোস। বাবা চণ্ডীদাস বোস অবসর প্রাপ্ত সেনা কর্মী। এই সাফল্যে স্কুল ও গৃহশিক্ষকদের পাশাপাশি বাবা, মা, কাকা ও বড় মামার যথেষ্ট অবদান রয়েছে বলে সে জানিয়েছে। পড়াশুনার পাশাপাশি কি ভালো লাগে? প্রশ্নের উত্তরে সে জানাচ্ছে খেলতে বড়ো ভালোবাসে, দৈনিক খেলাধুলাও করত সে। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চায় ব্রাত্য। না, শিক্ষামন্ত্রী হওয়ার স্বপ্ন তার নেই… 

{ads}

news Bratya Basu Madhyamik Examination 2022 results Bankura Bishnupur Education Minister West Bengal সংবাদ

Last Updated :