header banner

চলন্ত বাসে উঠে অস্রাব্য গালিগালাজ, তান্ডব ৩ দুষ্কৃতির, অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ  হাওড়া থেকে যাত্রী বোঝাই একটি  ৫৬/৫৬ রুটের বাস যাচ্ছিল বালির দিকে। সেই সময় চলার পথেই ডন বস্কো থেকে তিনটি যুবক ওই বাসে ওঠে। ওঠার পর থেকেই যাত্রীদের চোখে পড়ে তাদের অভদ্র আচরন। নিজেদের মধ্যে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে তার। যার প্রতিক্রিয়াস্বরূপ যাত্রী এবং কন্ডাক্টর তাদের এহেন কাজকর্ম করতে মানা করে ও বাস থেকে নেমে যেতে বলে। এই কথা বলার পরেই বাসের বাকি যাত্রী ও কন্ডাকটারের সাথে বচসা বাধে  ওই তিন যুবকের।

 {link}
তখন ওই যুবকদের একজন চলন্তবাসে ড্রাইভারকে মারধর শুরু করে এবং গাড়ির স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। আর এতেই বাসটি রাস্তা থেকে এক পাক ঘুরে পাশের দেওয়ালে গিয়ে সশব্দে ধাক্কা মারে। বাসের মধ্যে যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং বালী ট্রাফিক পুলিশের লোকজন দ্রুততার সাথে ডাইভারের কেবিনের দরজা দিয়ে প্রত্যেককে অক্ষত অবস্থায় নামিয়ে আনে। প্রত্যক্ষদর্শীদের অনুমান যে তিনটি যুবক সমাজ বিরোধী। তারা কোন খারাপ উদ্দেশ্য নিয়েই বাসে উঠে ছিল। কিন্তু কন্ডাকটর ও ড্রাইভার তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে এবং বাসটিকে তারা দুর্ঘটনার কবলে ফেলে। এই ঘটনার পরেই তিন যুবক পালিয়ে যায়।  

{link}
বালি থানার পুলিশ ইতিমধ্যেই চালক, কন্ডাক্টর এবং বাস যাত্রী দের সাথে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টা করছে। হতাহত না হলেও এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে ঘটনাটি যে যথেষ্ট চিন্তাদায়ক তা স্পষ্ট, এখন অভিযুক্তেরা কত সময় পর গ্রেপ্তার হয় সেটাই দেখার বিষয়। 
{ads}

news bus accident unsocial antisocial police West Bengal সংবাদ

Last Updated :