header banner

একাধিক দাবি নিয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ আশাকর্মীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের আন্দোলনে নামলেন রাজ্যের আশা কর্মীরা। শুক্রবার দুপুরে তাঁরা হাওড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। পরে সিএমওএইচ এর কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে আগামী ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তাঁরা। যতদিন পর্যন্ত না দাবি মানা হবে, কর্মবিরতি চলবে। আশা কর্মীদের দাবি, তাঁরা বিশেষ করে করোনা অতিমারির সময় থেকে বহু ধরণের কাজ করে চলেছেন। সরকারী কর্মীর ন্যায় একই পদে বছরের পর বছর কাজ করছেন। এরজন্য বিভিন্ন মহল থেকে তাঁরা কাজের প্রশংসা পেলেও তাঁদের কাজের উপযুক্ত পারিশ্রমিক তাঁরা পাননা। এমনকি, অতিরিক্ত কাজের কোনও অতিরিক্ত পারিশ্রমিক তাঁদের নেই। ভ্যাকসিন ডিউটি, খেলা, মেলা, ভোটকোন কিছুতেই তাঁদের ছাড় নেই। বহুক্ষেত্রে পারিশ্রমিক বরাদ্দ থাকলেও তাঁরা তা ঠিকমতো পাননা। অথচ বিভিন্ন মাধ্যমে তাঁরা শুনতে পাচ্ছেন এনএইচইউএম এর কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে।

{link}
কাজের অস্বাভাবিক চাপ দিনের পর দিন বেড়েই চলেছে। তার উপর ভাগে ভাগে ইনসেনটিভ পাঠানোর ফলে প্রাপ্য টাকার কারোরই হিসেব মিলছে না। অতীতে তাঁদের বারবার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। ফলে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাঁরা আগামী ৩রা আগস্ট বুধবার থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। যতদিন না দাবি মানা হবে চলবে কর্মবিরতি। এখন শেষপর্যন্ত তাদের দাবি মানা হয় কি না, তাই দেখার বিষয়।

{ads}

news CMOH Asha Workers Union protest Howrah West Bengal India সংবাদ

Last Updated :