header banner

গাজলে নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে গিয়ে বাধার মুখে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদহ: মালদার গাজলের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে গিয়ে বাধার মুখে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে নির্যাতিতার পরিবারের বাড়ির সামনেই হাতাহাতি। জুতো হাতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। এরপর গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে কার্যত গ্রাম ছাড়েন ওই তৃণমূল নেত্রী।

{link}
শনিবার পূর্ব ঘোষণা মতো নির্যাতিতা স্কুল ছাত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল আর সেখানেই দেখেন রাজ্য কি সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদর্শন রায়ের নেতৃত্বে চলে এসেছে রাজ্য প্রতিনিধি দল। কেন্দ্রীয় দল অভিযোগ করেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিচ্ছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। প্রায় দু'ঘণ্টা তাদেরকে অপেক্ষা করতে হয় নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে।

{link}
কেন্দ্রীয় দলকে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে দিতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব গাজলের বিধায়ক চিনময় দেব বর্মন ও ইংরেজ বাজারের বিধায়ক শ্রী রুপা মিত্র চৌধুরী। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজনীতি করছে এই অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ পর গ্রাম থেকে চলে যান রাজ্যের প্রতিনিধি দল। কিছুক্ষণের মধ্যেই এলাকার জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে চলে আসে এবার তারা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আর এরপরেই তৃণমূল অভিজেবি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় কোন রকমে পুলিশ পরিস্থিতি সামাল দেয় ঘটনার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল ও বিজেপি বিধায়ক মিত্র চৌধুরী ও গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তারপর হামলা চালিয়েছে বিজেপি অভিযোগ সাগরিকা সরকারের। গোটা ঘটনায় একদিকে চরম দুঃখিত লাঞ্চিত ও অপমানিত নির্যাতিতার মা। রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র। সম্পূর্ণ বিষয়টি নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। 
{ads}

news Maldah West Bengal সংবাদ

Last Updated :