header banner

দুষ্কৃতি হামলার আশঙ্কা, বহরমপুরে পার্টি অফিসেই থাকতে শুরু করলেন কংগ্রেসের ২৬ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ রাতের অন্ধকারে বাড়িতে দুষ্কৃতী হামলার আশঙ্কাতে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে থাকতে শুরু করলেন আসন্ন পুর নির্বাচনে বহরমপুর পৌরসভার কংগ্রেস মনোনীত ২৬ জন প্রার্থী। ২৮ আসনবিশিষ্ট বহরমপুর পৌরসভাতে শুক্রবার ২ কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই প্রত্যাহার করার পিছনেও তৃণমূল কংগ্রেসের প্রভাব রয়েছে বলে কংগ্রেসের অভিযোগ।

{link}
প্রসঙ্গত উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পার হওয়ার পর বহরমপুর শহরের একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা এবং গুলি চালিয়েছে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপর থেকে কংগ্রেস প্রার্থীরা নিরাপত্তাহীনতাতে ভুগতে শুরু করেছেন। তাদের আশঙ্কা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা করে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করতে পারে। তাই সকলে একত্রিত এবং নিরাপদে থাকার জন্য শুক্রবার রাত থেকে কংগ্রেস পার্টি অফিসে এসে থাকতে শুরু করেছেন কংগ্রেস প্রার্থীরা। দুই প্রার্থী দুষ্কৃতিদের প্রভাবের কারনেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন বলে অভিযোগ। যদিও বাকি ২৬ জন প্রার্থী স্বচ্ছ পদ্ধতিতে ভোট হলে জয়ের ব্যাপারে নিশ্চিত বলে দাবি করছেন। শেষ পর্যন্ত কি হবে ফলাফল, এখন তাই দেখার বিষয়। 
{ads}

news Congress Murshidabad Baharampur Adhir Ranjan Chowdhury election candidate West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :