header banner

নন্দীগ্রামে শহীদ দিবস নিয়ে বিতর্ক অব্যাহত, রাতে তৃণমূলের মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

article banner

নিজস্ব সংবাদাতা, পূর্ব মেদিনীপুর: উওেজনা যেন থামছে না নন্দীগ্রামে!  ১০ নভেম্বর শহীদ দিবস পালনের পর তৃণমূলের মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর নতুন করে এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী-সমর্থকরা। যার কারনে বিপর্যস্ত হয় সাধারন জনজীবন।

{link}
সূত্রের খবর, নন্দীগ্রামের তেখালি করপল্লীতে নন্দীগ্রামের শহীদ দিবসের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শহীদ সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি সহ নেতৃত্বেরা।  সেই জায়গায় কিছুটা দূরে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ জানালেন প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম এলাকায়। এনিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। 

{link}

নন্দীগ্রামে তৃণমূল নেতা স্বদেশ দাস বলেন  " শহীদ বেদী মঞ্চ পুড়িয়ে দিয়েছে বিজেপি। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো "। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। তমলুক সংগঠনীক জেলার বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বলেন " তৃণমূল মানে মিথ্যা কথা বলা চুরি ছাড়া কিছু নেই। এরা গোষ্ঠী কোন্দল জর্জরিত। নিজেরাই আগুন লাগিয়ে অপরের উপর দোষ চাপাচ্ছে "

বস্তুত,  ১০ নভেম্বর শহীদ দিবস পালন করে শেখ সুফিয়ান কোন মঞ্চে বসবেন তানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি মঞ্চে শেখ সুফিয়ান থাকলেও কোন জেলা চেয়ারম্যান পীযূষ কান্তি ভূঁইয়া থাকবেন না। এনিয়ে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তৃণমূল কংগ্রেস মুখ্যপাএ কুনাল ঘোষ। সেই ঘটনা থেকেই কি মধ্যরাতের এই ঘটনার সূত্রপাত? প্রশ্ন রয়েই যাচ্ছে। 
{ads}

news Nandigram TMC Trinamool Congress Martyr's Day সংবাদ

Last Updated :