header banner

বেহাল রাস্তার অবস্থা, পূর্ব বর্ধমানে রাস্তায় ধান গাছের চারা পুঁতে প্রতিবাদ

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ রাস্তা বেহাল বরসার মরশুমে আরোও বিপদজনক হয়েছে পরিস্থিতি। একাধিক সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করেও কনোরকম সমস্যারর সমাধান হয়নি। অবশেষে কোন রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত বেহাল রাস্তার উপরে ধানের চারা পুতে প্রতিবাদে সামিল হলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দূর্গাপুর গ্ৰাম পঞ্চায়েতের বিরশিমুল খাস পারা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য্ সৃষ্টি হয় এলাকাজুড়ে।

{link}
স্থানীয় মানুষজন মহিলারাও বিক্ষোভে সামিল হয়েছেন। চলাচলের রাস্তার উপর ধানের চারা রোপন করে অভিনব এই প্রতিবাদ উঠে এসেছে খবরের শিরোনামে। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আরও বিহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। বেহাল রাস্তার কারনে স্কুল পুড়ুয়ারা যেতে যেরকম সমস্যা য় পরছেন তার পাশাপাশি সাধারন মানুষের যাতায়াত করা অতন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।পাশাপাশি কারও শরীর খারাপ হলে যেকনো এম্বুলেন্স বা অনান্যত গাড়ির প্রবেশের ক্ষেত্রেও সমস্যাস তৈরি হয়েছে। গাড়ি চালকরা আসতে চাইছেনা গ্ৰামে এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করেও কনো সুরাহা না হওয়ায় এবার মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদে নামলেন এলাকার বাসিন্দারা। এখন এই প্রতিবাদের ফলে, প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামত হয় কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news broken road public protests by-planting saplings road east Midnapur West Bengal India সংবাদ

Last Updated :