header banner

রাজ্যে কোভিডবিধি মেনে আজ থেকে অফলাইনে হোম সেন্টারে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ কোভিড মহামারি পরিস্থিতির পর এই বছর আজ থেকে অফলাইনে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এবার রাজ্যের সমস্ত পরীক্ষা হচ্ছে হোম সেন্টার বা ছাত্রছাত্রীদের নিজস্ব স্কুলে। হাওড়ার প্রায় সমস্ত স্কুলেই নির্দিষ্ট সময়ের পূর্ব থেকেই চোখে পড়ে পরীক্ষার্থীদের আনাগোনা। নিয়ম মেনে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে হলের ভিতর।

{link}
করোনা অতিমারির জেরে দু'বছর পর ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুলেই এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই পড়ুয়ারা অনেকটাই স্বতঃস্ফূর্ত। তবে খুব বেশি এতে সুবিধা পাওয়া যাবে না বলেই মতামত অধিকাংশ পরীক্ষার্থীর। প্রতিটি কেন্দ্রেই কোভিড বিধিকে মান্যতা দেওয়া হয়ে আসন সংখ্যা ভাগ করা হয়েছে। পরিক্ষা কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে সমস্ত সাইবার কাফে বন্ধ রাখা হয়েছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। 
{ads}

news education Higher Secondary Examination HS examination West Bengal Howrah উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংবাদ

Last Updated :