header banner

কোন ব্লাড গ্রুপে করোনা সংক্রমনের প্রবণতা বেশি? কোন ব্লাড গ্রুপেই বা কম?

article banner

আসছে সময়েই আতঙ্ক রয়েছে কোভিডের তৃতীয় ঢেউ আসার। সেই আতঙ্কেই এখন দিন গুনছে মানুষ। এখনও রীতিমতো চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। চলছে টিকাকরণ। টিকা নিয়েও অনেকেই সংক্রমিত হচ্ছেন করোনায়। তবে কোনও ব্যক্তি করোনায় সংক্রমিত হবেন কিনা, তা অনেকটাই নির্ভর করে ওই ব্যক্তির রক্তের গ্রুপের ওপর। সম্প্রতি দুটি গবেষণাপত্রে অন্তত এমনই দাবি করা হয়েছে। 


ব্লাড অ্যাডভান্সেস নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে দুটি গবেষণাপত্র। তাতে দাবি করা হয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ O, তাঁদের করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় ঢের কম। ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের গবেষক অধ্যাপক টোর্বেন ব্যারিংটন জানান, গবেষণার জন্য প্রায় ২২ লক্ষ মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত রিপোর্ট খুঁটিয়ে দেখার পরেই তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ AB, তাঁদের মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অন্যান্য ব্লাড গ্রুপের অধিকারি ব্যক্তিদের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।

{link}
শুধু তাই নয়, এই গ্রুপের রক্তের অধিকারি ব্যক্তিদের কেবল করোনাই নয়, হাইপারটেনশন, ডায়বেটিস, সিওপিডির মতো সমস্যার আশঙ্কাও এঁদের বেশি। গবেষকরা জানান, যাঁদের ব্লাড গ্রুপ A অথবা AB, তাঁদের মধ্যে কিডনি বিকল হওয়ার ঘটনা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। 


ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজিজেস নামের একটি পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রেও দাবি করা হয়েছে, যাঁদের রক্তের গ্রুপ AB, তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি। একইভাবে  O গ্রুপের রক্তের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেকটাই কম।


এতএব যদি আপনার ব্লাড গ্রুপ যদি AB হয় তবে আপনাকে এই সময়ে আরও অনেকটা বেশি সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যদের থেকে। সতর্ক থাকুন সুস্থ থাকুন। 
{ads}

news Covid-19 coronavirus blood group covid 19 update health care treatment West Bengal Indi করোনা ভাইরাস কোভিড ১৯

Last Updated :