নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। হাওড়া শহরের জনজীবন কে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আগাম প্রস্তুতি নিল হাওড়া পুরসভা। আগামীকাল খোলা হচ্ছে কন্ট্রোল রুম। আগামী তিনদিন সমস্ত পুর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন মঙ্গলবার থেকে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ২৪ ঘন্টার জন্য তা খোলা থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। সেখানে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ ৩ জন কর্মী কর্মরত অবস্থায় থাকবেন। কন্ট্রোলরুমে যোগাযোগ এর জন্য একটি নম্বর দেওয়া হয়েছে সেটি হল- ৬২৯২২ ৩২৮৭০/৭১।
{link}
এর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ড্রেনেজ সাফাইয়ের এর সাথে যুক্ত কর্মীদেরও তৈরি রাখা হয়েছে। এছাড়াও ড্রাই ফুড জলের পাউচ ত্রিপল মজুত করে রাখা আছে কর্পোরেশনের কাছে। শহরে জল জমলে সে ক্ষেত্রে বিদ্যুৎ বাহিত হয়ে কোনো বিপদ না ঘটে তার জন্য সি ই এস সি-র সাথে যোগাযোগ রেখে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন ঝড়ের অভিমুখ কোন দিকে থাকে সেটিই সর্বাধিক গুরুত্বপূর্ন ও লক্ষ্যনীয় বিষয়।
.jpeg)