header banner

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শৈলশহরে ফের চলাচল শুরু হল টয় ট্রেনের

article banner

দার্জিলং-এর অন্যতম আকর্ষনগুলির মধ্যে একটি হল শৈলশহরের টয় ট্রেন। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ফের চালু হল পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের বহু আকাঙ্খিত ট্রয় ট্রেন পরিষেবা। বুধবার নিউজলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল ওয়ার্লড হেরিটেজ খ্যাত এই ঐতিহ্যবাহী ট্রেনের পথ চলা। টয় ট্রেন চালু হচ্ছে শুনেই বেশ কিছু পর্যটক এই মুহূর্তের সাক্ষি হতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। একইভাবে এই মুহূর্তে করোনা পরিস্থিতি কাটিয়ে ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে পেরে খুশি রেল কতৃপক্ষও। 

{link}
কোভিড আবহের কারনে দীর্ঘ দিন ধরে টয় ট্রেন পরিসেবা বন্ধ ছিল। যদিও জয় রাইড চালু ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই জয় রাইড পরিসেবাও বন্ধ হয়ে যায়। এদিকে পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুয়াস ও পাহাড়ে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক ভাবেই পর্যটক ব্যবসায়ীদের এতে মাথায় হাত পড়েছিল। কিন্তু পুজোর আগে এই টয় ট্রেন পরিসেবা চালু হওয়ায় পর্যটক ব্যবসায়ীরা আশার আলো দেখতে পাচ্ছে। করোনার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলার মানুষদের এই প্রানের পর্যটন কেন্দ্র। 
{ads}

 

news Darjeeling Tourist spot Toy Train Tourism West Bengal feature India সংবাদ টয় ট্রেন দার্জিলিং

Last Updated :